ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পর লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে আরব আলী তরফদার (৪৫) নামে আরো একজন মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় দুই জন মারা গেলেন।
গতকাল সোমবার দিনগত রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত শনিবার সকালে তার স্ত্রী হাসিনা আক্তার (৪০) মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ নভেম্বর সকালে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা বাড়ির নীচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের পর লাগা আগুনে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- আলী তরফদারের ছেলে আবদুর রব (২৫), রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তার। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।