Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালুকায় হামলায় এসিএফসহ আহত ৮

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় কিন্ডারগার্ডেন স্কুলের নামে সাইনবোর্ড টানিয়ে বনবিভাগের গেজেট ভুক্ত দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে দখলদারদের হাতে ময়মনসিংহ (দক্ষিণ) ভালুকা অঞ্চলের সহকারী বন সংরক্ষকসহ (এসিএফ) ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি জামতলা এলাকায়। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামতলা গ্রামের জনৈক নাজিম উদ্দিন, রবিন ও সোহেল নামে তিন ব্যক্তি শুক্রবার রাতে হবিরবাড়ি মৌজার ২৮৬ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত ২১ শতাংশ জমি দখলে নিয়ে আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের নামে সাইনবোর্ড টানিয়ে দখলে নেয়। খবর পেয়ে শনিবার সকালে ময়মনসিংহ (দক্ষিণ) ভালুকা অঞ্চলের সহকারী বন সংরক্ষকসহ (এসিএফ) আব্দুল ওয়াদুদ ভূইয়া ও হবিরবাড়ি বিট কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে বনবিভাগের কতিপয় লোক ঘটনাস্থলে গেলে নাজিম উদ্দিন ও রবিনসহ একদল লোক তাদের উপর হামলা চালায়। হামলায় এসিএফ আব্দুল ওয়াদুদ ভূইয়া, বিট কর্মকর্তা সাইদুর রহমান ও বন প্রহরী সোলাইমানসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মাঝে ওয়াদুদ ভূইয়া, সাইদুর রহমান ও বন প্রহরী সোলাইমানকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত নাজিম উদ্দিন জানান, ওই দাগে বনের কোন জমি নেই। ওয়াক্ফকৃত জমির উপর প্রতিষ্ঠান করা হয়েছে। বনবিভাগের লোকজন না জেনে তাদের উপর হামলা চালায়। এতে মহিলাসহ তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। হবিরবাড়ি বিট কর্মকর্তা সাইদুর রহমান জানান, বনের জমি দখলে নিয়ে স্কুলের সাইনবোর্ড টানিয়ে দেয় নাজিম উদ্দিন গং। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনের জমি উদ্বার করতে গেলে তারা এ হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালুকায় হামলায় এসিএফসহ আহত ৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ