Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালে প্রচারণা সামগ্রী অপসারণ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বরিশালে নির্বাচনী আচরণবিধি লংঘন করে লাগান অবৈধ প্রচার-প্রচারণা ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর সদর রোডে আওয়ামী লীগ এবং বিএনপি অফিসের সামনে থাকা ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ করা হয়। তবে নগরীর বিভিন্ন এলাকায় এখনো এধরণের প্রচার সামগ্রী রয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যে কোন ধরনের অবৈধ প্রচার-প্রচারনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগেও গত সোমবার নগরীর বিভিন্ন স্থানে অবৈধ প্রচার-প্রচারনার সামগ্রী অপসারন করে প্রশাসন। বরিশাল জেলার অপর ৬টি নির্বাচনী এলাকাতে স্থানীয় প্রশাসন প্রচার-প্রচারনায় ব্যবহ্রত পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে বলেও জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ