মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রতিনিধি পরিষদে মাথায় স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমর। দেশটির সবচেয়ে বড় মুসলিম অধিকার সংস্থাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এত সময়ের সোমালি শরণার্থী এবার মার্কিন কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইলহান। টুইটারে তিনি বলেন, কেউ এসে আমার মাথায় স্কার্ফ পরিয়ে দেননি। আমি নিজেই পরেছি। এটি আমার পছন্দ, যেটি প্রথম সংশোধনীতে সুরক্ষিত। ধর্মীয় রীতি অনুসারে ইলহান ওমর মাথায় স্কার্ফ পরেন। দেশটির ১৮১ বছরের রীতি অনুসারে কংগ্রেসে বক্তব্য দিতে হলে তাকে এই স্কার্ফ খুলতে হবে। মাথায় স্কার্ফ পরে তিনি কংগ্রেসে ঢুকতেও পারবেন না। মাথায় স্কার্ফ না পরার বিধান পরিবর্তন করতে ডেমোক্র্যাটিক পার্টির এক প্রস্তাবেরও সহ-লেখক তিনি। প্রস্তাবটির লেখকদের মধ্যে রয়েছেন- ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যানসি পেলোসি ও জিম ম্যাকগভার্ন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।