টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
পাপারাজ্জিদের হাত থেকে তারকাদের মুক্তি দিতে সম্প্রতি অদৃশ্য হওয়ার স্কার্ফ উদ্ভাবন করেছেন ভারতের দিল্লির ২৮ বছর বয়সী তরুণ সাইফ সিদ্দিক। ফলে বিশ্বের অনেক তারকাই এখন সাইফের উদ্ভাবিত অদৃশ্য হওয়ার নতুন এই জিনিসটি ব্যবহার করতে চাইছেন। ইতিমধ্যে প্যারিস হিলটন সহ বেশ কয়েকজন খ্যাতনামা তারকা সাইফের উদ্ভাবিত স্কার্ফ গায়ে চাপিয়ে অদৃশ্য হয়ে চমকে দিচ্ছেন পাপারাজ্জিদের। দিল্লির তরুণ সাইফের উদ্ভাবিত স্কার্ফ-এর সুবিধা টের পাওয়া যায় এটি গলায় ঝুলিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালে। কারণ এই স্কার্ফ পরিহিত অবস্থায় কোনো ব্যক্তি ক্যামেরার সামনে দাঁড়ালে, ক্যামেরাম্যান যতই শাটার টিপুট না কেন, ছবিতে ধরা পড়বে না ওই ব্যক্তির চেহারা। ছবিতে দেখা যাবে শুধু স্কার্ফটি! কী মনে হচ্ছে, কল্পবিজ্ঞানের গল্প পড়ছেন? উহু, এর নেপথ্যে রয়েছে বাস্তবের বিজ্ঞান। আইএসএইচইউ নামের এই স্কার্ফ আসলে অজ¯্র ক্রিস্টালের টুকরো দিয়ে তৈরি। ক্যামেরায় ছবি তোলার সময় অধিকাংশ সময়েই ব্যবহার করা হয় ফ্লাশের আলো। আর এই ক্রিস্টালগুলোর কাজ হলো ফ্ল্যাশের আলোকে সম্পূর্ণ প্রতিবিম্বিত করে আবার ক্যামেরার দিকেই ফিরিয়ে দেওয়া। ফলে যিনি এই স্কার্ফ পরে রয়েছেন, ফ্লাশের আলোয় তিনি নিজে বিন্দুমাত্র আলোকিত হোন না। ছবিতে ধরা পড়ে শুধু তার স্কার্ফটিই। সাইফ বলেন, এই স্কার্ফ তিনি তৈরি করেছেন মূলত তারকাদের কথা ভেবে। বিভিন্ন ব্যক্তিগত পার্টি বা অনুষ্ঠানে পাপারাজ্জি বা গোপন ফোটোগ্রাফারদের তোলা ছবির কারণে প্রায়শই বিব্রত হতে হয় বিভিন্ন ক্ষেত্রের তারকাদের। সেক্ষেত্রে এই স্কার্ফ তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। কারণ এই ধরনের পার্টি বা অনুষ্ঠান প্রায় সব ক্ষেত্রেই অনুষ্ঠিত হয় বিকেল বা সন্ধেবেলা। আর ফোটোগ্রাফার হিসেবে সেখানে যারা উপস্থিত থাকেন তারাও সর্বদাই ফ্লাশ বা কৃত্রিম আলোর সাহায্যেই ছবি তোলেন। কাজেই এই স্কার্ফ তারকাদের ক্যামেরার হাত থেকে নিজেদের বাঁচাতে সাহায্য করবে। দাম অবশ্য একটু বেশি এই স্কার্ফের, ৩৮৮ ডলার, অর্থাৎ টাকার হিসেবে ৩০ হাজার টাকার একটু বেশি। তবে তারকাদের কাছে টাকার এই অংকটা সামান্যই। খুব শিগগির আইএসএইচইউ ফেব্রিকের মোবাইল কাভারও বাজারে আসছে বলে জানা গেছে।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।