বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগান অবৈধ প্রচার-প্রচারণা ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর সদর রোডে আওয়ামী লীগ এবং বিএনপি অফিসের সামনে থাকা ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ করা হয়। তবে নগরীর বিভিন্ন এলাকায় এখনো এধরনের প্রচার সামগ্রী রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যে কোন ধরনের অবৈধ প্রচার-প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগেও গত সোমবার নগরীর বিভিন্ন স্থানে অবৈধ প্রচার-প্রচারণার সামগ্রী অপসারণ করে প্রশাসন।
বরিশাল জেলার অপর ৬টি নির্বাচনী এলাকাতে স্থানীয় প্রশাসন প্রচার-প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে বলেও জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।