Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ফের উড়িয়ে দিল রাশিয়া। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করেনি রাশিয়া। সোমবার এক খবরে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহে সিঙ্গাপুরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে এসব কথা বলেন। এছাড়া ওই সময় সম্ভাব্য ট্রাম্প-পুতিনের বৈঠকের ব্যাপারে কথা হয়। পুতিন-ট্রাম্পের বৈঠকের বিষয়বস্তু কি হতে পারে সেটিও আলোচনা হয় বলে জানানো হয়। এসময় পুতিন মাইককে জানায়, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া কোন ধরনের হস্তক্ষেপ করেনি। চলতি বছরের নভেম্বরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলোচনায় বসার সম্ভাবনা আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ