Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মহিষবাহী ট্রাকে গোরক্ষকদের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতে এক ট্রাক চালকের সহকারীকে মহিষ পরিবহনের দায়ে ছুরিকাহত করেছে গোরক্ষকরা। ভুক্তভোগী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন একটি রাজনৈতিক দলের নেতা। ট্রাকের চালক ও তার ছুরিকাহত সহকারীর বিরুদ্ধে প্রাণি নির্যাতনবিরোধী আইনের ধারা মোতাবেক সেই মামলা গ্রহণও করেছে পুলিশ। গত শনিবার (১৭ নভেম্বর) ট্রাকটি চালাচ্ছিলেন মোস্তফা সিপাই। আর তার সহকারী ছিলেন জহির কুরেশি। তারা আহমেদাবাদের রামোল এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা ভারুচ থেকে ৩০টি মহিষের বাচ্চা নিয়ে দেসাতে যাচ্ছিলেন। রামোলে চার-পাঁচজন ব্যক্তি লাঠি হাতে তাদের পথ রোধ করে এবং ট্রাকটি থামাতে বলে। কাছেই একটি পুলিশের গাড়ি দেখতে পেয়ে ট্রাকের চালক থেমে যান। কিন্তু সেসময় দুই ব্যক্তি তার সহকারী জহির কুরেশিকে ছুরিকাঘাত করতে থাকে। নিউজ এইট্টিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ