Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইনের দু’ধারে পাঁচিল দেবে ভারতীয় রেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অমৃতসরের দুর্ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে রেল লাইন ঘেরার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ৩০০০ কিলোমিটার দীর্ঘ পাঁচিল দিয়ে রেল লাইন ঘেরার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেল লাইনের দুধারে পাঁচিল বসাতে আনুমানিক খরচ হবে ২৫০০ কোটি টাকা। লাইনের দু’ধারে পাঁচিলের উচ্চতা হবে ২.৭ মিটার। মূলত রেল লাইনের দু’ধারে যেখানে জনবসতি রয়েছে, সেখানেই দেওয়াল তোলার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেলওয়ে বোর্ড সদস্য বিশেষ চৌবে জানিয়েছেন, “রেল লাইনে যখন তখন মানুষ এবং পশুদের চলে আসা এতে অনেকটাই আটকানো যাবে। তাছাড়া পাঁচিলের উচ্চতার কারণে লাইনের ওপর যত্রতত্র আবর্জনা ফেলাও অনেকটা কমবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ