মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত বিশ্বে প্রথমবারের মতো হিমবাহের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করছে। কাশ্মীরের লাদাখে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে এই রাস্তা। ‘হিমাঙ্ক’ প্রকল্পে সাসোমা থেকে সাসের লা (পূর্ব লাদাখ) পর্যন্ত এই রাস্তা তৈরি করছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা।
অসংখ্য বাধা আসছে এই সড়ক নির্মাণে, জানান এক ইঞ্জিনিয়ার। কারণ হিমাঙ্কের চেয়ে ৫০ ডিগ্রি কম তাপমাত্রা থাকে এখানে শীতকালে। তবে মারাত্মক গরমে তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রির কাছাকাছি থাকে। কাজ চলেছে মূলত সেই সময়েই। ৫০ কিমি রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর চার থেকে পাঁচ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই রাস্তা। শীতকালে একটা নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ করে রাকা হচ্ছে। নির্মাণকর্মীদের জন্য বিশেষ চিকিৎসার বন্দোবস্তও রয়েছে এখানে। ‘দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন’ এই সড়ক নির্মাণ প্রকল্পে যুক্ত। সূত্র: ইন্ডিয়া ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।