Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি সদস্যের নামে ধর্ষণ মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউপি সদস্য মানিক হোসেন ওরফে মানিক মেম্বরের (৩৫) নামে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার সকালে দৌলতপুর থানায় এ মামলা দায়ের হয়।

পুলিশ ও ধর্ষিতা সূত্র জানায়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের স্বামী পরিত্যক্তা তানজিলা খাতুন (২৮) শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে নিজ বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা মানিক মেম্বারের নেতৃত্বে চারজন লোক তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে। এ সময় অপহরণকারীরা তানজিলা খাতুনকে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। গণধর্ষণ শেষে মানিক মেম্বারের নেতৃত্বে ধর্ষকরা ঘটনাস্থলে ধর্ষিতা তানজিলা খাতুনকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ধর্ষিতা তানজিলা খাতুন দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ জানায় এবং মানিক মেম্বারসহ অজ্ঞাত আরো তিনজনের নামে ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনায় মানিক মেম্বারকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা হয়েছে।

ধর্ষণ মামলার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই আব্দুর রহিম জানান, মানিক মেম্বারকে প্রধান আসামি করে তানজিলা খাতুন নামে এক নারী ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। ধর্ষক মানিক মেম্বার রিফায়েতপুর ইউনিয়নের সদস্য ও লক্ষীখোলা গ্রামর আব্দুল বারীর ছেলে। উল্লেখ্য, মানিক মেম্বারের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ