Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ভোটের আমেজ নেই

পুলিশের অবস্থান বিএনপি নেতা-কর্মীদের কার্যালয় বিমুখ করে রেখেছে

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ২:৪৯ পিএম | আপডেট : ৫:৩৩ পিএম, ১৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। আজ ১৮ নভেম্বর সকল পোষ্টার লিফলেট সরিয়ে নেয়ার কথা। কিন্তু বাস্তবায়ন নেই দিনাজপুরের মাঠে। বিরল ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন দলের পোষ্টার লিফলেট এখনো শোভা পাচ্ছে।
অপরদিকে মহাজোট প্রার্থীদের প্রচার প্রচারনা থাকলেও বিএনপি বা ঐক্যজোটের নেতা-কর্মীদের মাঠে দেখা যাওয়া যাচ্ছে না।

দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বললে তারা জানায় মনোনয়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হবে না।
অপরদিকে দিনাজপুর জেলা বিএনপি ও উপজেলা বিএনপি কার্যালয়ে পুলিশের অবস্থান নেতা-কর্মীদের দলীয় কার্যালয় বিমুখ করে রেখেছে।
তবে মনোনয়নের পর এই অবস্থার পরিবর্তন হবে বলে ঐক্যজোট নেতারা মত প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ