বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে প্রথম দেখাতেই ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার সকালে অভিযুক্ত একই ইউনিয়নের লছমানপুরের অনেপ আলীর ছেলে আমিনুর রহমান (১৮) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেটের দ্বিতীয় তলায়। ওই ধর্ষিতা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। শিবগঞ্জ থানার এসআই রনি সাহা জানান, বেশ কয়েকদিন পূর্বে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় যুবক আমিনুরের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেট বন্ধ থাকার সুবাদে শনিবার সন্ধ্যায় কৌশলে সেখানে ওই ছাত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় ধর্ষক। এতে ধর্ষিতার অনেক রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ধর্ষিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আটক আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।