Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন লড়াইয়ে প্রার্থীরা

রাজশাহী-৫, ময়মনসিংহের-২টি, লক্ষীপুর-৪ ও টাঙ্গাইল-৮ আসনে চলছে দলীয় প্রতীক নিয়ে যুদ্ধ

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ২১ জনের মনোনয়ন জমা। ময়মনসিংহ-৩ গৌরীপুরে আ.লীগের ১৬, বিএনপি’র ১১ জন প্রার্থী। ময়মনসিংহ-২ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, কার হাতে যাবে ধানের শীষ? রামগতিতে নৌকার ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী। টাঙ্গাইল-৮ ঐক্যফ্রন্টের প্রার্থী কাদের না আযম, আ.লীগের তিন প্রার্থীর মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি? এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে আ.লীগের ১০ বিএনপির ১০ ও জাতীয় পাটির ১ জন মোট ২১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিগত সংসদ নির্বাচনের চেয়ে এবার প্রায় দ্বিগুণ প্রার্থী মনোনয়ন জনা দিয়েছেন। আ.লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম ফারুক, আ.লীগের কেন্দ্রিয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুনছুর রহমান, যুবলীগ নেতা ওবায়ুদর রহমান, আ.লীগ নেতা আবু সায়েম, জেলা মাহিলা লীগের সভাপতি নার্গিস সুরাইয়া আক্তার সেলী ও আসিফ ইবনে আলম তিতাস।

বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক সংসদ সদস্য এড. নাদিম মোস্তফা, সাবেক এমপি আব্দুস সাত্তার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অবু বক্কর সিদ্দিক, উম্মে হাবিবা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল ও দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলাইন। এছাড়াও জাতীয় পাটি থেকে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন। মনোনয়ন জমাদানকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দলীয় মনোনয়ন পেলে তার ভোটে যুদ্ধে থাকবেন।

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, এবার এ আসনে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন, ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আ.লীগের উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মতিউর রহমান, গৌরীপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, গৌরীপুর পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, ময়মনসিংহ জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম আব্দুর রফিক, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, আ.লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল, জেলা আ.লীগের সদস্য নাজনীন আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কেন্দ্রিয় যুবলীগের সদস্য গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি ও শিল্পপতি এম এ মামুন। আ.লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ বিষয়ে জানা গেছে।

এ দিকে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি’র (একাংশ) আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক (একাংশ) হাফেজ মোঃ আজিজুল হক, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক, ড্যাব’র কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুস সেলিম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক (একাংশ) এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সামছুল হক সামছু, সহ-সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঢাবি ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক তানজির চৌধুরী লিলি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল হক সেলিম, স্থানীয় বিএনপি নেতা নাসিমুল গণি সোহেল ও বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য উত্তর জেলা বিএনপির আহবায়ক নান্দাইল বিএনপির আহবায়ক সাবেক এমপি খুররুম খান চৌধুরী ।

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, এ আসনে আ.লীগের যারা মনোনয়ন ফরম কিনেছেন, তারা হলেন, আ.লীগ থেকে ভাষা সৈনিক সাবেক এমপি মরহুম এম শামছুল হকের পুত্র ফুলপুর উপজেলা আ.লীগের আহবায়ক বর্তমান এমপি মো. শরীফ আহমেদ, আ.লীগ নেতা সাবেক এমপি মো. হায়াতোর রহমান খান বেলাল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সদস্য ব্যারিস্টার আবুল কালাম আজাদ লিটন, পিএসসির সাবেক সদস্য ডা. সোহরাব আলী, ফুলপুর উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আ.লীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, তারাকান্দা উপজেলা আ.লীগের আহবায়ক জেলা আইনজীবী পরিষদের নেতা তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক নেতা আশরাফ আলী খান, ময়মনসিংহ শহর আ.লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান পৌর আ.লীগ সাধারন সম্পাদক মোঃ আতাউল করিম রাসেল, গালাগাঁও ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা জিয়াউল হক জিয়া, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিন, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. রব, তারাকান্দা উপজেলার যুবলীগেরর সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম রাজু, ফুলপুর উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ হাকিম সরকার, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ জামাল উদ্দিন ও তারাকান্দা আ.লীগ নেতা রুবেল চৌধুরী

বিএনপি থেকে যারা মনোনয়ন ফরম কিনেছেন তারা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শাহীদ সারোয়ার, জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ, ফুলপুর উপজেলা বিএপির সাবেক সভাপিত অ্যাড. সৈয়দ এনায়েত উর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সুজা, যুবদল নেতা শহিদুল ইসলাম, তারাকান্দা বিএনপি নেতা মাসুদ রানা খান।
জাতীয় পার্টি থেকে ফুলপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এনায়েত হোসেন মন্ডল, তারাকান্দা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদ হোসেন খান, জাতীয় ছাত্র সমাজ নেতা নুর মোহাম্মদ ও জাতীয় পার্টি মঞ্জু গ্রুপের মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিন। ইসলামিক আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে মুফতী গোলাম মওলা ভূইয়া, বাংলাদেশ জমিয়তে ইসলাম থেকে মাওলানা খায়রুল ইসলাম ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।
রামগতি (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আ.লীগের মনোনয়ন ফরম পৃথকভাবে জমা দিয়েছেন স্বামী ও স্ত্রী। রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ এখন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী। তারা দুইজনই স্থানীয় আ.লীগের রাজনীতিতে সক্রিয়।

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, কৃষক শ্রমিক জনতালীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসন নিয়ে আ.লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ নতুন করে হিসাব নিকাশ করছেন। এ আসনে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান ২০০১, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে পরাজিত হয়েছিলেন, এ তিনিও প্রার্থী। এমতাবস্থায় টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন কে পাচ্ছেন কাদের সিদ্দিকী না এ্যাডভোকেট আহমেদ আযম খান। এ নিয়ে সখিপুর-বাসাইল উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃনমূলের নেতা-কর্মীরা দ্বিধাগ্রস্থ।

এদিকে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে আ.লীগ থেকে মনোনয়ন ক্রয় করে জমা দিয়েছেন আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, টাঙ্গাইল জেলা আ.লীগ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়। আ.লীগের তৃনমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, মনোনয়ন এমপি জয়, আতাউল, জোয়াহের এ তিনজনের একজন পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ