বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামের ধান ক্ষেত থেকে শনিবার দুপুরে মল্লিকা বেগম (২২) নামক এক নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, দাপুনিয়া গ্রামের স্থানীয় লোকজন শনিবার সকাল ১১টার দিকে মাঠে গিয়ে ধান ক্ষেত একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত মল্লিকা বেগমের বাড়ী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ব্যাধীকুড়া চারুয়াপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান। সে পরিবারকে না জানিয়ে প্রেম করে নেত্রকোনার এক ছেলেকে পালিয়ে বিয়ে করেছিল। তাই পরিবার ছেলেটি সম্পর্কে কোন তথ্যই দিতে পারেনি।
তিনি আরো জানান, কে বা কারা কি কারণে মহিলাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।