Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় শিক্ষক সমাবেশ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ আনিছুল হকের সভাপতিত্বে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন ও শিক্ষক সমাবেশে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান, যুগ্ম সচিব মাওলানা নূরুল অমিন, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মোঃ খবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মোঃ জুয়েল মিয়া ও মোঃ শাহাদাৎ প্রমুখ। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং গণশিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনায় শিক্ষক সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ