Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব আছেন, নেই মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


আগামী মার্চে বসবে আইপিএলের ১২তম আসর। এজন্য খেলোয়াড়দে নিলামে তোলা হবে আগামী মাসে। এর আগে নিজ নিজ দলের ধরে রাখা খেলোয়ড়দের তালিকা প্রকাশ করেছে ফ্রাঞ্জাইজি দলগুলো। গত মৌসুমে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দুজনÑ সানরাইজার্স হায়দরাবাদে সাকিব আল হাসান এবং মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজুর রহমান। তবে সদ্য প্রকাশিত দলের খেলোয়াড়দের তালিকায় সাকিবের নাম ধাকলেও নেই মুস্তাফিজের নাম।

সাকিবের পাশাপাশি অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে আসরের অন্যতম জনপ্রিয় দল হায়দরাবাদ। গত আসরের মোট ১৭জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। আইপিএলের গত আসরে ২৩৯ রান ও ১৪ উইকেট নেওয়া সাকিবের ধরে রাখাটা প্রত্যাশিতই ছিল। মুস্তাফিজের ছেড়ে দেওয়ার আভাসও পাওয়া গিয়েছিল আগেই। কাটার মাস্টারের পারফর্ম্যান্সও উল্লেখ করার মত ছিল না। ৭ ম্যাচে ৭ উইকেট তো গড়পড়তা পারফর্ম্যান্সই বলা চলে।

অবশ্য মুম্বাই মুস্তাফিজকে পারফর্ম্যন্সের কারণে ছেড়েছে কিনা জানা জায়নি। আগেই জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকান মারকুটে উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে পেতে তারা মুস্তাফিজকে ছেড়ে দেবে। গত মৌসুমে ২.৮ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেছিলেন ডি কক। ৮ ম্যাচে ১২৪.০৭ স্ট্রাইক রেটে করেছিলেন ২০১ রান। একই দামে এবার তাকে পেতে যাচ্ছে হায়দরাবাদ।

এক দিক দিয়ে ভালোই হয়েছে। সামনেই বিশ্বকাপের মত আসর। এর আগে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে অনিচ্ছার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ