Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজ সিরিজে মুশফিকের চাওয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জিম্বাবুয়ের সিরিজে যে বাংলাদেশ হার এড়ালো তার আসল কারণ মুশফিকুর রহিমের বিশ্বস্থ ব্যাট। সিরিজের দ্বিতীয় টেস্টে রেকর্ডময় এক দ্বিশতক তাকে ম্যাচ সেরার স্বীকৃতি এনে দেয়। আসন্ন উইন্ডিজ সিরিজেও দলের জয়ের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্স বজায় রাখতে চান মুশফিক।

জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হেরে বাংলাদেশ যখন সিরিজে ব্যাকফুটে চলে গিয়েছিলো তখন সমতায় ফেরার ম্যাচেও ব্যর্থ ছিল টপ অর্ডার। তবে সেখান থেকে বাংলাদেশ দলকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনের ২৬৬ রানের সেই জুটির পথে মুমিনুল করেন ১৬১, মুশফিক অপরাজিত ২১৯ রান। দল পায় বড় সংগ্রহ। যার উপর ভর করে বড় জয়ের গল্প লেখে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই পারফরম্যান্স ধরে রাখার কথা জানান মুশফিক, ‘এটি আমাদের প্রয়োজন ছিল। কারণ প্রথম টেস্টে আমরা ভালো করতে পারেনি। আমি মনে করি ক্রিকেটাররা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে। মুমিনুল অসাধারণ ইনিংস খেলেছে। সেই সাথে আমাকেও দারুণ সঙ্গ দিয়েছে সে। আসন্ন উইন্ডিজ সিরিজেও এটি ধরে রাখতে চাই। দল হিসেবে আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে।’

পুরো সিরিজেই অসাধারণ বোলিং করেছে বোলাররা। বিশেষ করে স্পিনাররা। প্রথম টেস্টে নাজমুল অপু খেললেও দ্বিতীয় ম্যাচে তার বদলি একাদশে এক পেসার অন্তর্ভুক্তি করে। তবে দুই টেস্টে মোট ১৮টি উইকেট নিয়েছে তাইজুল। তার পাশাপাশি মিরাজও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছে। দলের পাশাপাশি তাইজুল, মিরাজের প্রশংসাও করেন মুশফিক, ‘পুরো সিরিজেই আমাদের বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে তাইজুল ও মিরাজ। গত তিন বছর ধরেই আমরা ঘরের মাঠে টেস্টে ডমিনেট করছি। গত দুই বছর ধরে মিরাজও বেশ ভালো পারফর্ম করছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইন্ডিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ