Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরসির পেছনে নোংরা রাজনীতি : মমতা

রাজনীতির কারণেই বিজেপি পাল্টাতে দিচ্ছে না পশ্চিম বাংলার নাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের নামে ‘নোংরা রাজনীতি’ চলছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সে কারণেই তালিকা থেকে সত্যিকারের নাগরিকদের নাম বাদ পড়ছে বলে দাবি করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী জানান যে তিনি আসাম সরকারের বিরোধী নন, তবে এনআরসি সমর্থন করেন না। তিনি বলেন, আমি এখনো মনে করি এনআরসি’র নামে নোংরা খেলা চলছে। সত্যিকারের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। আমরা এটি সমর্থন করি না।বৃহস্পতিবার ২৪পরগনা জেলার ঠাকুরনগর সফরকালে মমতা এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র আসাম থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দিচ্ছে। গুজরাট থেকে তারা বিহারিদের তাড়াচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে এটা হতে দেবো না। আমরা আসামের বাঙ্গালীদের পাশে আছি। তারা বাংলাকে নিজেদেরে আবাস ভাবতে ভুলবেন না। তিনি আরো বলেন, আমরা আসাম সরকারের বিরুদ্ধে নই। কিন্তু এনআরসি’র নামে লাখ লাখ মানুষকে নাগরিকত্বহীন করা সমর্থন করি না। মমতার প্রশ্ন- বাংলায় কথা বলা কি অপরাধ? তিনি জোর দিয়ে বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে অনেক উদ্বাস্তু ভারতে এসেছে। যারা ১৯৭১ সালের আগে ভারতে এসেছে তারা ভারতীয় নাগরিকতো বটেই। ভোটার তালিকায় তাদের নাম আছে, তাদের রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট রয়েছে। মমতা বলেন, আপনারা ভারতীয় নাগরিক, আর সেটাই আপনাদের পরিচয়। এটা আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। যারা কেড়ে নেয়ার চেষ্টা করছে তারা ভুল করছে। আসামের মাতুয়া স¤প্রদায়ের একটি প্রতিনিধি দলও অনুষ্ঠানে উপস্থিত ছিলো। এই স¤প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের নাম এনআরসি’তে স্থান পায়নি। অপরদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদল করে বাংলা রাখার প্রস্তাব দিল্লিতে পাঠানোর বেশ কয়েক মাস পরে তা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতির কারণেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে দিচ্ছে না। নিজেদের রাজনৈতিক সুবিধার দিকে নজর দিয়ে বিজেপি প্রায় প্রতিদিনই ঐতিহাসিক স্থান বা সংস্থাগুলির নাম বদল করে দিচ্ছে একতরফাভাবে। স্বাধীনতার পর থেকে অনেক রাজ্য আর শহরের নাম বদল হয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে একেবারে অন্য মনোভাব নিজের ফেসবুক পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। বিবিসি, সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ