Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় গজ’র তান্ডব তামিল নাড়ুতে অ্যালার্ট জারি, ১৫ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের তামিল নাড়ু উপকূলে ঘূর্ণিঝড় গজর তান্ডবে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন নারী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড় গজর কারণে রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৭৬ হাজার মানুষকে। শুক্রবার রাজ্যের অনেক জেলার স্কুল ও কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ভোররাতে তামিলনাড়র নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গজ। ওই সমস্ত এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় ৭৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন স্থানে ভূমি ধস দেখা দিয়েছে। আবহাওয়া সূত্র বলছে, তামিলনাড়ুর ৬ জেলায় রাত আড়াইটা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। রাত সোয়া তিনটে নাগাদ আবহাওয়া দফতর জানায়, তামিল নাড়ুতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার সময় গজর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। নাগাপট্টিনমে ৫০০০ এবং তিরুভারুরে ৪০০০ এবং তাঞ্জাভুরে ৩০০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এসব এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বড় গাছপালাও। পরিস্থিতি সামাল দিতে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ১২ নভেম্বর থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। তা বহাল রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরও যাতে মোবাইল পরিষেবা ব্যহত না হয় তার জন্য উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। নৌবাহিনীর দুটি জাহাজকে উপদ্রুত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টার থেকে শুরু করে অন্য সমস্ত ব্যবস্থা ঠিক করে রাখা আছে। চেন্নাই থেকে নাগাপাট্টিনাম, ত্রিভুর এবং থানজুভুরের দিকে যাওয়া চারটি ট্রেন বাতিল করা হয়েছে। চারটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ