বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআই সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম হত্যার আসামি সিরাজ মল্লিককে অস্ত্র-গুলি ও মাদকসহ আটক করেছে র্যাব। এ সময় তার এক সহযোগীকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর নামক এলাকা থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ আন্ত:জেলার শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হল- ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের মৃত আব্দুল আওয়াল মল্লিকের ছেলে সিরাজুল মল্লিক সিরাজ (৪০) ও নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রামারবাগ গ্রামের আবদুল মোতালেব মাতব্বরের ছেলে মনির হোসেন (৩৬)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার ধোপপুকুর নামক এলাকায় অভিযান চালায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাককে র্যাবের সদস্যরা থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে দ্রæতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ট্রাকটি সরাসরি একটি আম গাছে গিয়ে আঘাত করে দুমড়ে মুচড়ে যায়। পরে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী সিরাজ ও মনিরকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। এ সময় ট্রাকের কেবিন থাকা ৫০৬ বোতল ফেনসিডিল, দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও মাদক বিক্রয়ের ত্রিশ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। এরআগে ২০১৬ সালের ৩ মার্চ ট্রাকে করে মাদক বহনের সময় শিবগঞ্জ থানার এসআই সাদিকুল ইসলাম, সার্জেন্ট আতাউল ইসলাম ধাওয়া করে ট্রাকের সামনে মোটরসাইকেল সহকারে ব্যারিকেড স্থাপন করলে আন্ত:জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী সিরাজ মল্লিক তাদের দুইজনকে ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এসআই সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল মারা যান। ওই ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়। যা আদালতে বিচারাধীন রয়েছে। ওই ঘটনায় সেদিন সিরাজ মল্লিক গ্রেফতার করে ৩০ মাস কারাগারে থাকার পর চলতি বছরের ২০ অক্টোবর জামিনে মুক্ত পেয়ে আবারও মাদক ও অস্ত্র ব্যবসা শুরু করে। এছাড়া র্যাব তাকে আটকের সময় সে আবারও পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।