Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজ সিরিজে অনিশ্চিত সাকিবও আবারো আহত তামিম!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপে পাওয়া কব্জির চোট থেকে সেরে উঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যখন সবাই তামিম ইকবালকে পাওয়ার অপেক্ষায়, তখনই এসেছে দুঃসংবাদ। ব্যাটিং অনুশীলনের সময় গতকাল পাজরে আঘাত পেয়েছেন বাঁ-হাতি ওপেনার। বর্তমানে তিনি রয়েছেন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে। এই সময়ের মধ্যে যদি ব্যথা না সারে তাহলে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে তামিমের।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁ হাতে মারাত্মক আঘাত পান তামিম। যে কারণে জিম্বাবুয়ে সিরিজটাও খেলা হচ্ছে না তার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে তামিম যখন আসন্ন উইন্ডিজ সিরিজে ফিরতে পুরোপুরি ব্যাটিং অনুশীলন করেছেন, তখন আবারও পেয়েছেন চোট।

তামিমের মতই এশিয়া কাপে আঙুলের চোটে পড়ে এশিয়া কাপ শেষ হয়ে যায় সাকিব আল হাসানেরও। পুনর্বাসন প্রক্রিয়া শেষে গতকাল থেকে হালকা অনুশীলন শুরু করেছেন বাঁহাতি অলরাউন্ডার। ২২ নভেম্বর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট। এর মধ্যে সাকিব ফিরতে পারবেন কি না, সেটাও নিশ্চিত নয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাকিব-তামিমের ব্যাপারে বলেন, ‘আমরা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছি। সাকিব ও তামিমের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব, তারা এই সিরিজে থাকতে পারবে, কি পারবে না।’

প্রধান নির্বাচকের ভাষ্যমতে, আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা হবে।

ওদিকে এখনো দল দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারত সফর শেষে ক্যারিবীয়দের ১০ জনের একটা দল আজই চলে আসছে বাংলাদেশে। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইন্ডিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ