Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেড়ে আসা ব্যান্ডের সাথীদের সঙ্গে আর কথা বলেন না যেইন মালিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গায়ক যেইন মালিক জানিয়েছেন তার ছেড়ে আসা ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্যদের সঙ্গে তিনি অনেক দিন ধরে কথা বলেন না। ‘দ্য এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শোয়ের জন্য তারা দল বাঁধার পর ওয়ান ডিরেকশন ব্যান্ডটি বিশ্বখ্যাতি লাভ করে। এরও চার বছর পর ২০১৫তে মালিক ব্যান্ড ত্যাগ করেন। হ্যারি স্টাইলস, লিয়াম পেইন, নিয়াল হোরান আর লুই টমলিনসন আরেক বছর দলটিকে টিকিয়ে রেখে প্রত্যেকে সোলো ক্যারিয়ারে মন দেন। আবার এক হবে এমন আশা নিয়ে তারা সে সময় তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল। তবে যেইন আর তার সাথীদের সঙ্গে এই কয়েকটি বছর কথাই বলেননি। মালিক (২৫) বলেন, “ অনেক দিন আমি তাদের সঙ্গে কথা বলিনি। অনেক কিছু ঘটেছে আর ব্যান্ড ছাড়ার পর অনেক গুজব সৃষ্টি হয়েছে- ভুয়া কথা আর তুচ্ছ কথা, যা আশা করিনি।” তিনি আরও বলেন : “ এমনটাই তো হবার কথা, মানুষ নিজের পথ বেছে নেয়, নিজের মত করে বিকশিত হয়। আমরা ছোট হল থেকে অ্যারেনা, সেখান থেকে স্টেডিয়ামে পারফর্ম করেছি কোনও সেতুর প্রয়োজন ছিল না। শুধু ছিল সাফল্য।” “আমার মনে হয় এ ধরনের অগ্রগতি মানুষকে প্রভাবিত করে। বিষয়টি যখন পাঁচজনের প্রত্যেকে তা ভিন্ন মানসিকতায় গ্রহণ করে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ