Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার পশ্চিমবঙ্গে ইসলামপুর হল ঈশ্বরপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ৩:৫০ পিএম

ভারতে মুসলিম ছোঁয়া জড়ানো নাম বদলে বিজেপির উদ্যোগে এবার শামিল হয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) পরিচালিত ‘সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির’ স্কুলের বোর্ডে স্থানের নাম বদলে লেখা হয়েছে ‘ঈশ্বরপুর’।
প্রশ্ন উঠেছে, মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত কোনও স্কুল কি এ ভাবে জায়গার নাম বদলাতে পারে?
ভিএইচপি-র পূর্ব ভারতের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, ইসলাম শব্দটা ঔপনিবেশিক। মুসলিম শাসকদের চাপিয়ে দেওয়া। ঐতিহাসিক ভাবে ওই জায়গার নাম ঈশ্বরপুর। তাদের কার্যালয়ের বোর্ডেও ‘ঈশ্বরপুর’ লেখা।
ইতিহাসবিদেরা জানাচ্ছেন, ভিএইচপি-র দাবির সারবত্তা নেই। ইতিহাসবিদ গৌতম ভদ্রের মন্তব্য, ‘এটা হাস্যকর! বস্তুত, ইসলামপুর নামের মধ্যে একটি চমৎকার সাংস্কৃতিক মেলবন্ধন আছে। ‘ইসলাম’ যেমন আরবি শব্দ, তেমনই ‘পুর’ একটি বৈদিক শব্দ। এটাই ভারতীয় সংস্কৃতি।’
ইতিহাসবিদ রজতকান্ত রায়ের বক্তব্য, ‘যে যুক্তিতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করা হয়, ইসলামপুরের নাম বদলের ক্ষেত্রে তা কাজ করে না। এটা এক ধরনের গেরুয়া সন্ত্রাস।’
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। তিনি বলেন, ‘ভিএইচপি পরিচালিত স্কুল আদৌ পর্ষদ অনুমোদিত কি না, তা খবর নিয়ে দেখব। এ ধরনের অনুমতি আমরা দিই না। যদি হয়, তা হলে ব্যবস্থা নেব। এটা বিভেদের রাজনীতি।’
ইসলামপুরের আদি নাম ‘ঈশ্বরপুর’ ছিল, এমন তথ্য জানা নেই বলে স্থানীয় বিশিষ্ট মানুষদের দাবি। তাদের প্রশ্ন, ‘মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত’ কোনও স্কুল এ কাজ করলে সরকার ব্যবস্থা নেবে না কেন? সূত্র: ইকোনমিক টাইমস।



 

Show all comments
  • Piplu ১২ নভেম্বর, ২০১৮, ১০:৩০ পিএম says : 0
    Paper is deleted.but memory is not wipe. all world make Allah .so no understand negative minded persons.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ