গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্রের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে লিমন মুন্সী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন জন। রোববার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাটলা গ্রামের মোমরেজ মুন্সীর ছেলে । তিনি রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি অনিমেষ পোদ্দার (৪৫), মিজানুর রহমান (৪৪) ও তারিন (১৮)। এদের মধ্যে গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দু’জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।