Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফি ফরম তুলবেন : সাকিবের সিদ্ধান্ত বদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ১২:৩৪ এএম, ১১ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের ফরম তুলবেন। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও মনোনয়নপত্র তুলবেন বলে দলের পক্ষ থেকে জানালেও গতরাত সাড়ে ১১টায় তার সিদ্ধান্ত বদলের কথা গণমাধ্যমেক জানিয়েছেন। এর আগে গতকাল দুপুরে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া সাংবাািদকদের কাছে মাশরাফি ও সাকিবের মনোনয়ন ফরম তোলার কথা জানিয়েছিলেন। জানা যায়, মাশরাফি আজ সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। তিনি ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের কথা হয়েছে। মাশরাফি নড়াইল-২ থেকে মনোনয়ন ফরম তুলতে পারেন বলে জানা গেছে। এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৭ নভেম্বর, ২০১৮, ১:৩৩ পিএম says : 0
    ওদের মাথায় জটিলতা আছে। ওরা রাজনীতি বুজে না। ইসলাম শান্তি,ইসলাম মুক্তি,ইসলাম শিফা,ইসলাম রাজনীতি। একমাত্র পথ মুক্তি এবং শান্তির জন্য ইসলাম। ইনশাআল্লা। ********
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ