পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের ফরম তুলবেন। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও মনোনয়নপত্র তুলবেন বলে দলের পক্ষ থেকে জানালেও গতরাত সাড়ে ১১টায় তার সিদ্ধান্ত বদলের কথা গণমাধ্যমেক জানিয়েছেন। এর আগে গতকাল দুপুরে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া সাংবাািদকদের কাছে মাশরাফি ও সাকিবের মনোনয়ন ফরম তোলার কথা জানিয়েছিলেন। জানা যায়, মাশরাফি আজ সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। তিনি ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের কথা হয়েছে। মাশরাফি নড়াইল-২ থেকে মনোনয়ন ফরম তুলতে পারেন বলে জানা গেছে। এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।