Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস’র কালেক্টর আটক

স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এর সক্রিয় সশস্ত্র অস্ত্রধারী আনন্দ সুদন চাকমা বিজয়কে বিদেশী অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনীরা সদস্যরা। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের তবলছড়িস্থ আনন্দ বিহার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল ইসলাম রনি। এসময় আনন্দ চাকমার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশী অস্ত্র, চার রাউন্ড গুলিসহ নকল ন্যাশনাল আইডি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত আনন্দ সুদন চাকমা জেএসএস এর সশস্ত্র শাখার একজন সক্রিয় সদস্য হিসেবে জেলার বাঘাইছড়ি, লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত ছিলো।
নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, আটককৃত আনন্দ সুদন চাকমা গত ২৬ সেপ্টেম্বর বিকেলে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় দুই চাঁদাবাজকে আটক করে নিয়ে আসার সময় নিরাপত্তাবাহিনীর উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ