পরিবহনশ্রমিককে লাঞ্ছনাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর বঙ্গবন্ধু সেতু এলাকায় অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। এখন সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সাতটা থেকে এক পরিবহনশ্রমিককে লাঞ্ছনার প্রতিবাদে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সড়ক অবরোধের কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। টিআই রফিকুল ইসলাম বলেন, দুই ঘণ্টা পর টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক ও আহাদুজ্জামান মিয়া ওই এলাকায় গিয়ে পরিবহনশ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তারা দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।