Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে টিউবওয়েলে গ্যাস!

নবীগঞ্জ (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম

নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে অজানা আতংক বিরাজ করছে। শুক্রবার সকালে সরেজমিনে আলাপকালে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য শ্রমিকরা পাইপ বসানোর কাজ শুরু করে। কাজ চলাকালে সে সময় পাইপ প্রায় ১৪৫ ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ করেই বিকট শব্দ হয়ে সম্পূর্ণ পাইপ উপর দিক দিয়ে উঠে আসে। এরপর সেখান থেকে আগুণের লেলিহান শিকা বের হতে থাকে। পরে সেখানে প্রচুর পরিমানে গরুর গোবর ও মাটি দিয়ে গর্তটি আটকে দেয়া হয়। এসময় পাশ্ববর্তী পুকুরে পানিতে ভলকানো দেখা যায়, বাড়ীর চারিদিকে মাটি ফেটে পানির ভলকানো দেখা দেয় এবং বিকট ভাবে শব্দ হতে থাকে। এঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়। এব্যাপারে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও স্থানীয় বাসিন্দা চরিত্র মোহন দেবনাথ বলেন, খবর পেয়ে এসে দেখতে পাই গ্যাস উপর দিক দিয়ে প্রকটভাবে শব্দ করে উঠতেছিল। পরে গোবর দিয়ে গর্তের মুখ বন্ধ করে রাখা হয়। তিনি বলেন, প্রায় ৭/৮ বছর আগে পাশের মুকিত মিয়ার বাড়ীতে ঠিক তেমনি ভাবে একটি টিউবওয়েল বসাতে গিয়ে একই অবস্থার সৃষ্টি হয়। এ ছাড়া আমাদের গ্রামের কালাচাঁনের গাছ তলায় নাট মন্দিরে প্রায় ৬বছর পুর্বে একটি টিউবওয়েল বসাতে একই অবস্থার সৃষ্টি হয়। এ কারনে আমাদের গ্রামের অনেক স্থানে মানুষজন টিউবওয়েল বসাতে পারেনা। এ জন অনেক কষ্ট করে দুর থেকে খাবার পানি আনতে হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হয়েছি,একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ