Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে ফেরার জন্য সময় প্রয়োজন-শাবনূর

বিনেদান রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম

বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন চিত্রনায়িকা শাবনূর। তবে তিনি নিয়মিত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সামাজিকতা রক্ষা করেন। সম্প্রতি মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে তার বিভিন্ন ধরনের আলাপচারিতা হয়। এ সময়ের সিনেমা স¤পর্কে শাবনূর বলেন, শুনেছি এ সময়ের কোনো সিনেমা ঠিকমতো ব্যবসা করছে না। এ বছর পোড়ামন টু ও দেবী সিনেমা দুটি দেখেছি। দুটি সিনেমাই আমার ভালো লেগেছে। নতুন নির্মাতারা ভালো সিনেমা নির্মাণ করছেন। কিছুটা আগ্রহ বাড়ছে। আমি নতুন কাজ নিয়ে ভাবছি। নতুন বেশকিছু কাজ নিয়ে কথা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে শিঘ্রই চলচ্চিত্রে ফিরবো। তিনি বলেন, চলচ্চিত্রে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমি মুটিয়ে গিয়েছি। ওজন বেড়েছে। ওজন কমানো খুব কঠিন একটা কাজ। হঠাৎ করে ওজন কমানো সম্ভব না। ফিট হওয়ার জন্য আমার আরো সময় প্রয়োজন। শাবনূর বলেন, শুধু চলচ্চিত্রে অভিনয় না, ক্যামেরার পেছনেও পরিচালক হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে। সেজন্য সময় প্রয়োজন। চলচ্চিত্রে তার অবস্থান সম্পর্কে বলেন, দীর্ঘ সময় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। ইন্ডাস্ট্রির ছোট-বড় সকলের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পেয়েছি আমি। চলচ্চিত্রের অনেকেই আমার খুব কাছের। পরিচালক-প্রযোজক, কলাকুশলী অনেকে আমার চলার পথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। প্রয়োজনে তাদের পাশে থাকবো। শিল্পীদের জন্যও কাজ করতে চাই। দেখা যাক সামনে কি করতে পারি। আগে থেকে কিছু বলতে পারছি না। শাবনূর আপাতত বাংলাদেশেই আছেন। শীতকাল এখানে উপভোগ করতে চান এবং ভালো কাজ পেলে সেই কাজে চুক্তিবদ্ধও হবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবনূর

২৪ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ