বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কোন পদ্ধিতিতে হবে তা ঠিক করা হয়নি। ফলে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা ও শঙ্কা বিরাজ করছে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। যেনতেন নির্বাচন দেয়ার চিন্তা করলে তা কখনো দেশবাসী মেনে নেবে না। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়স্থ মুক্তমঞ্চে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা। দলের জেলা সভাপতি মুহাম্মদ হাসান্জ্জুামান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন মাওলানা জহুরুল ইসলাম, ডাঃ জিনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তুষার ইমরান ও মাসুম বিল্লাহ, শ্রমিকনেতা শেখ পেয়ার মোহাম্মদ, যুবনেতা মাওলানা মুহিব্বুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহম্মাদ রোকন্জ্জুামানসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। পীর সাহেব চরমোনাই বলেন, ৯২% মুসলমানের বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের পরিবর্তে ইসলামকে বিজয়ী করতে হবে। সন্ত্রাস ও দূর্নীতিবাজ প্রত্যাখান করে ও ইসলাম ও দেশপ্রেমিক আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।