Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৮ জনের মৃত্যু

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১০:৪৬ এএম | আপডেট : ১১:১৪ এএম, ৮ নভেম্বর, ২০১৮

জয়পুরহাট পৌর শহরের আরামনগর এলাকার একটি বাসায় ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। নিহতরা হলো আব্দুল মোমিন, মোমিনের মেয়ে স্কুল ছাত্রী বৃষ্টি, দুলাল হোসেন, মোমেনা বেগম, হাসি, খুশি বেগম ও দেড় বছরের শিশু নূর হোসেন এবং তার স্ত্রী পরিনা বেগম

পুলিশ সুপার রশীদুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার আব্দুল মোমিনের বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই অগ্নিকান্ডের ঘটনা বাড়ির সকল স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরে থাকায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৮ জন নিহত হয়। এ অগ্নিকান্ড বৈদিুৎ চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে গোটা বাড়ীতে ছড়িয়ে পড়ে। এ সময় বাসা হইতে কেউ বেড় হতে পারেনি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ