Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবাসী সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন চায়

আলোচনা সভায় মাওলানা শাহ্ আতাউল্লাহ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ্ আতাউল্লাহ বলেছেন, সংবিধানের আওতায় যে কোন গ্রহণযোগ্য ফর্মূলার মাধ্যমে নির্বাচনকে বিশ্ব দরবার ও দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য করতে হবে। যা সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্তি¡ক শান্তি-স্থিতি ও স্বস্তির বড় মাধ্যম। উন্নয়ন, বিনিয়োগ ও জনজীবনের সবকিছু স্বাভাবিক গতি লাভে এ পরিবেশ তৈরীর বিকল্প নেই।
তিনি আরো বলেন, দেশের স্বার্থে নির্বাচনকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। নির্বাচন বিতর্কমুক্ত, সুষ্ঠু ও অর্থবহ করার সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি হলে খেলাফত আন্দোলন ৩০০ আসনেই বটগাছ মার্কায় প্রার্থী দিবে। গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে মাওলানা আতাউল্লাহ ও খেলাফত আন্দোলনের প্রতিনিধি নেতৃবৃন্দ উল্লেখিত বক্তব্য তুলে ধরেছেন। নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন সম্মুখস্থ সড়কটি “হাফেজ্জী হুজুর সড়ক” নামটি পুনর্বহালের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ