Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কংগ্রেসে দুই মুসলিম নারী ও কম বয়সী আলেকজান্দ্রিয়া নির্বাচিত

মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন যারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারী এবং সবচেয়ে কম বয়েসি সদস্য নির্বাচিত হয়েছেন আলেকজান্দ্রিয়া। মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়লাভকারী বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে তাদের অর্জিত বিজয় দিয়ে মানুষের মধ্যে আলোড়ন তুলেছেন। দেশটির ইতিহাসে এবারই প্রথম দুইজন মুসলিম নারী আইনসভার সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসে স্থান পেয়েছেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ছোটভাই মাইক পেন্সের বড়ভাই গ্রেগ পেন্স আইনসভার সদস্য হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। খবরে বলা হয়, দুইজন মুসলিম নারী কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটিতে প্রথমবারের মত এবারই প্রথম কোনো মুসলিম নারী প্রার্থী নির্বাচনে জয়লাভ করে আইনসভার সদস্য হলেন। নির্বাচিত দুইজনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভুত রাশিদা তালিব, অপরজন সোমালিয় বংশোদ্ভুত ইলহান ওমর। নির্বাচিত দুইজনই ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ক্রমবর্ধমানভাবে মুসলিম বিদ্বেষ বাড়তে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের মত একটি দেশের নির্বাচনে মুসলিম প্রার্থীর জয়লাভ একটি ঐতিহাসিক ব্যাপার। এর আগে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে মার্কিন নির্বাচনে জিতেছিলেন কেইথ এলিসন। নবনির্বাচিত দুই জনসহ এ নিয়ে মার্কিন ইতিহাসে তিনজন মুসলিম নির্বাচনে জয়লাভ করলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বড় ভাই গ্রেগ পেন্স ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি আসনে জয়ী হয়েছেন। ৬১ বছর বয়সী গ্রেগ পেন্স একজন ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় গ্রেগ পেন্স ট্রাম্প ও তার ভাইকে সমর্থন এবং নিজেকে রক্ষণশীল হিসেবে ঘোষণা দেন। তিনি গর্ভপাত বিরোধী ও ব্যক্তিগত বন্দুক রাখার অধিকারের পক্ষে। বিজয় বার্তায় গ্রেগ পেন্স বলেন,‘আপনাদের অনেকের মতো আমিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজে অনুপ্রাণিত।’ তিনি আরো বলেন,‘আমি মধ্যবিত্তের জন্য ট্রাম্পের লড়াইকে সমর্থন করি।’ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনে জয়লাভ করে সবচেয়ে কমবয়সে কংগ্রেসের সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন আলেজান্দ্রিয়া ওকাসিও-করতেজ নামে ২৯ বছর বয়সী এক নারী। নিউ ইয়ক থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন তিনি। প্রথম আমেরিকান আদিবাসী নারী হিসেবে নির্বাচনে জয়লাভ করে কংগ্রেস সদস্য হয়েছেন শ্যারিস ডেভিডস ও দেবরা হালান্ড। তারা উভয়ই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। শ্যারিস ডেভিডস কানসাস অঙ্গরাজ্য থেকে এবং দেবরা হালান্ড নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ