মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ওপর এক সহিংস হামলা পরিকল্পনা ভন্ডুল করে দেয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা রক্ষাকারীরা। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তারা আটক করেছে উগ্র ডানপন্থি ছয় ব্যক্তিকে। প্রাথমিক তাদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, দূরে দূরে অবস্থিত তিনটি অঞ্চল থেকে ওই ৬ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা সংস্থার এজেন্টরা। এর মধ্যে রয়েছে আলপস, ব্রিটানি ও বেলজিয়াম সীমান্তের কাছাকাছি এলাকা। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি রিপোর্ট করেছে যে, আটক ওই ৬ ব্যক্তি উগ্র ডানপন্থি। তবে তাদের এ দাবি নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্টে বলা হয়েছে, ওই সব ব্যক্তি ঢিলেঢালা একটি পরিকল্পনা ব্যবহার করে প্রেসিডেন্টের বিরুদ্ধে সহিংসতা ঘটাতে চেয়েছিল। ওদিকে মঙ্গলবার দেশজুড়ে সমন্বিতভাবে বিভিন্ন স্থানে ঘেরাও করে আইন প্রয়োগকারীরা। এ সময় আটক করা হয় ৫ জন পুরুষ ও একজন নারীকে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।