Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন কংগ্রেসে নির্বাচিত হচ্ছেন প্রথম দুই মুসলিম নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১১:৫৩ এএম | আপডেট : ১১:৫৯ এএম, ৭ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে দুজনকে নির্বাচিত হতে চলছেন। সিএনএনের নির্বাচনী পর্যবেক্ষণে বলা হয়েছে, তাঁরা দুজনই বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন।

মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব ও মিনেসোটার ডেমোক্র্যাটিক-কৃষক-শ্রমিক-পার্টির প্রার্থী ইলহান ওমর ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত দুটি আসনে এ বছরের শুরুতে প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই বিজয়ের পথে অনেকটা এগিয়ে যান।

বামপন্থী সংগঠন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সমর্থন পান ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান রাশিদা তালিব। সংগঠনটি নিউইয়র্কেও তাদের সদস্য ও ডেমোক্র্যাটিক প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাশিও কোর্তেজকে সমর্থন দিয়ে জিতিয়ে এনেছে।

অন্যদিকে ইলহান ওমর প্রথম সোমালি বংশোদ্ভূত আমেরিকানের কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন। তিনি দুই যুগের বেশি সময় আগে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। রাশিদ তালিব এ বছরের শুরুতে প্রাথমিক পর্যায়ে ইলহান ওমরের পক্ষে প্রচারে অংশ নেন।

সে সময় ২৮ বছর বয়সী সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান ওকাশিও কোর্তেজেরও সমর্থন পান ইলহান ওমর। কংগ্রেসে এই নারী শুরু থেকেই ইসরায়েলি সরকারের ফিলিস্তিন নীতির কড়া সমালোচনা করে আসছেন।

ইলহান ওমর মিনেসোটার প্রথম মুসলিম কংগ্রেস সদস্য কেইথ অ্যালিসনের খালি হওয়া আসনে বসতে যাচ্ছেন, যিনি মিনেসোটার অ্যাটর্নি জেনারেল হওয়ায় এই সদস্যপদ থেকে সরে দাঁড়ান।

আর রাশিদ তালিব মিশিগানের ডেমোক্র্যাট সদস্য জন কোনিয়ারসের জায়গায় নির্বাচনে অংশ নেন। কোনিয়ারস যৌনতার অভিযোগে প্রতিনিধি পরিষদের সদস্যপদ থেকে সরে দাঁড়ান।



 

Show all comments
  • Azad ৭ নভেম্বর, ২০১৮, ১২:৫৯ পিএম says : 0
    Please inform us about the result of another about 98 Muslims candidates. We are proud of those elected two USA congress men.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ