Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নকক্ষ ডেমোক্রেটদের, সিনেটে রিপাবলিকানরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া নির্বাচনী ফলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা। অন্যদিকে উচ্চকক্ষ বলে পরিচিত সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অনলাইন বিবিসি ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে।

এতে বলা হচ্ছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে যাওয়ায় মারাত্মক এক আঘাত হানা হচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। অন্যদিকে, ইন্ডিয়ানা, টেক্সাস ও নর্থ ডাকোটার মতো গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা। আগামী ২০২০ সালের আগে যুক্তরাষ্ট্রে আর জাতীয় কোনো নির্বাচন হচ্ছে না। এ সময়ে প্রতিনিধি পরিষদে বিরোধী দল ডেমোক্রেটদের নিয়েই তাকে বাকি ২ বছর পাড় করতে হবে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি গণভোট হিসেবে দেখা হয়।

সিএনএনের প্রজেকশনে বলা হচ্ছে, রিপাবলিকানরা সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ানা ও নর্থ ডাকোটায় ডেমোক্রেট দলের সিনেটরদের পরাজিত করার মাধ্যমে তারা সিনেট তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। এ রিপোর্ট লিখার সময়ে সিএনএনের প্রজেকশন বলছে সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫০। অন্যদিকে ডেমোক্রেটদের আসন সংখ্যা ৩৮।

আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৬১। রিপাবলিকানদের ১৬৩। তবে এ রিপোর্ট চূড়ান্ত নয়। এখনও অনেক আসনের ভোট গণনা চলছে। ফলে ক্ষণে ক্ষণে এ ফল পরিবর্তন হচ্ছে। গতকাল দেশটিতে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হয়। এতে লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ