Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

তনুশ্রীর আশা সব যৌন হয়রানিকারীকে চলচ্চিত্র থেকে বের করে দেয়া হবে

| প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বললে বেশি হবে না যে তনুশ্রী দত্ত একাই ভারতে #মি টু আন্দোলনের সূচনা করেছেন অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন সংবাদ মাধ্যমে। তিনি জানান ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ চলচ্চিত্রটির সেটে নানা পাটেকার বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করেন। নানা এই অভিযোগ অস্বীকার করলেও ‘হাউসফুল ফোর’ চলচ্চিত্রটি থেকে তাকে বাদ দেয়া হয়। তনুশ্রীর আশা অন্যান্য হয়রানিকারীদেরও যেন একই নিয়তি হয়। তিনি জানান তাকে হয়রানির জন্য দায়ী অন্যদেরও যেন বলিউড থেকে বহিষ্কার করা হয়, যার মধ্যে আছেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, প্রযোজক রাকেশ সারাঙ এবং পরিচালক সামি সিদ্দিকী। এর ফলে প্রমাণিত হবে তাদের মত আচরণ আর সহ্য করা হবে না আর সবাই এখানে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে। এক সাক্ষাতকারে তনুশ্রী জানান, তার বিশ্বাস সুবিচার শুধু মাত্র স্রষ্টারই হাতে। তিনি বলেন, বলিউডে যা ঘটছে তা অপ্রত্যাশিত। তিনি এখন অপেক্ষায় আছেন বাকি তিনজনকে কখন চলচ্চিত্র জগত থেকে বহিষ্কার করা হয়। তার মতে এরাই হল সবকিছুর পেছনে আসল ভিলেন। এরাই আসলে তনুশ্রীকে উত্তেজক নাচের ভঙ্গি করার জন্য তাকে চাপ দিয়েছিল। তাদেরও এই হয়রানির জন্য দায়ী করা উচিত, তিনি জানান তারা এরই মধ্যে গা ঢাকা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তনুশ্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ