প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সম্প্রতি পশ্চিম বঙ্গের বিধানসভা নির্বচনে অংশ নিয়েছেন শ্যামপুর থেকে। শেষ পর্যন্ত তিনি অভিনয়ে পুরো মন দেবার জন্য রাজনীতি ছেড়ে দিয়েছেন। রাজনীতি থেকে তার প্রস্থানের পর তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সিনেমাটোগ্রাফি অ্যাক্ট খসড়ায় পরিবর্তন চলচ্চিত্রের স্বার্থবিরুদ্ধ। ‘প্রস্তাবিত সংশোধনীর প্রতিক্রিয়া জানাতে সরকার আহবান জানিয়েছে। আমি মনে করি, সনদ পাওয়া ফিল্মকে প্রত্যাহারের প্রস্তাব চলচ্চিত্রের স্বার্থের পরিপন্থী,’ তনুশ্রী বলেন। আর এজন্যই তিনি রাজনীতি ছেড়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি কোনও রাজনীতির রঙে পরিচিত হতে চাই না। রাজনীতিতে থাকার জন্য আরও পড়াশোনার প্রয়োজন। তবে আমি যা করেছি তার জন্য আক্ষেপ নেই। নির্বাচনে অংশ নেয়াও আমার জন্য এক ধরণের শিক্ষণীয় প্রক্রিয়া।’ তার রাজনৈতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘আসলে পর্যালোচনা করলে বলা যায়, আমি এখন যা করছি আমি তাই করতাম। তবে রাজনীতিতে যোগ দেয়া বা ছেড়ে দয়া নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।’ তার দলের অনেক তারকা সদস্যই তার মনোনয়নে আপত্তি তুলেছিল, তাদের দাবি ছিল তনুশ্রী দলে বেশিদিন থাকবেন না। ‘আমি ক্ষমতার লোভ করিনি। আমি এখনও মানুষের কল্যাণে কাজ করতে চাই, তবে পার্টির তকমা ছাড়া.. আমি তারকা বলে নয় বরং আমার কাজের জন্য মনোনয়ন পেতে চাই।’ তনুশ্রী রাজর্ষি দে’র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এবং ‘মায়া’ ফিল্ম দুটিতে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।