Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

তনুশ্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন নানা

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত’র যৌন অসদাচরণের অভিযোগ মুম্বাই চলচ্চিত্র জগতকে একবারে আমূল নাড়া দিয়েছে। তনুশ্রী নানা ছাড়াও আরও কয়েকজনের নাম করে এদের যৌন দানব বলে চিহ্নিত করেছেন এবং এদের শাস্তি দেবার জন্য সুপারিশ করেছেন এবং তাদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকতেও বলেছেন। বেশ কয়েকবার অভিযোগ শোনার পর অবশেষে নানা মুখ খুলেছেন; তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তনুশ্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে বলেছেন এই বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চান না। ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ চলচ্চিত্রটির সেটে তনুশ্রীর যৌন হয়রানির অভিযোগ হেসে উড়িয়ে দিয়ে নানা বলেন তার যদি এমন খায়েশ থাকতোই তাহলে তিনি ১০০-২০০ মানুষের উপস্থিতিতে তা করবেন কেন? নানা আরও জানান তনুশ্রী এমন কথা কেন বলেছেন তা তিনি জানেন না আর যৌন হয়রানির অর্থও তিনি বোঝেননি কারণ সেটে সে সময় তার সঙ্গে ৫০ থেকে ১০০ জন মানুষ উপস্থিত ছিল। তনুশ্রী নানা ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাজনীতিক রাজ থাকরের বিরুদ্ধেও এই অভিযোগ করেন। তিনি জানান নানার কৃষকদের সহায়তা করার বিষয়টি আসলে নিজের ঘৃণিত ইমেজ পরিষ্কার রাখার চেষ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তনুশ্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ