Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তনুশ্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামে বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তনুশ্রী পাল দীর্ঘদিন ধরে জটিল ক্যান্সারে ভোগছে। রংপুর ডক্টরস্ হসপিটালের ডা. আনোয়ার হোসেন ও ডা. স্বপন কুমার নাথের চিকিৎসার পর বর্তমানে ভারতের হাওড়া নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে ডা. অরুনা শংকর রায়, ডা. অরুনাভ রায়, ডা. পার্থ প্রতিম সেনের যৌথ তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ২০১৪ সালে তার যে অপারেশন হয়েছে তাতে তার চিকিৎসার একটি অধ্যায় হয়েছে, এখন তনুশ্রী ক্যান্সার হতে সুস্থ হতে আরো একটি অপারেশন জরুরি। এতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর (কুমার পাড়া) এলাকার হতদরিদ্র মৃৎশিল্পী প্রশান্ত কুমার পালের মেয়ে তনুশ্রী পাল। নিজের সহায়-সম্বল জায়গা জমি বিক্রি করে ও নিকট জনের সহযোগিতা নিয়ে ১৮ মার্চ ২০১৪ সালে ভারতের কলকাতায় মেয়ের চিকিৎসা করান। তাতেও মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে একেবারে নিঃস্ব বাবা। মেয়ের চিকিৎসায় তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, ধনবান, হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট সাহায্য ও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
প্রশান্ত কুমার পাল, সঞ্চয়ী হিসাব নং-১২৪৫০,
ইসলামী ব্যাংক লিঃ, কুড়িগ্রাম শাখা।
মোবাইল ০১৭২৫৯৩১৮৩৬ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তনুশ্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ