Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু হিন্দু করে জাতির অস্তিত্ব শেষ করে দিচ্ছে আসাম সরকার : অখিল গগৈ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:৪৭ এএম

ভারতের বিজেপিশাসিত আসামের কৃষক নেতা অখিল গগৈ বলেছেন, হিন্দু হিন্দু করে জাতির অস্তিত্ব শেষ করে দিতে চাচ্ছে সরকার। গত রোববার গুয়াহাটিতে তিনি ওই মন্তব্য করেন। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এক সভায় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬-এর বিরুদ্ধে ৬০টির বেশি সংগঠন ও বিভিন্ন জাতিগোষ্ঠী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬-এর বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আন্দোলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সভায় কৃষক নেতা অখিল গগৈ বলেছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দু হিন্দু করে জাতির অস্তিত্ব শেষ করে দিতে চাচ্ছে সরকার। এই রাজ্যে সা¤প্রদায়িক রাজনীতি করে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সেজন্য এখন সমন্বয়ের আসাম গড়ে তোলার সময় এসেছে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল না হলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব ধরনের কর্মসূচি বয়কট করার আহ্বান জানিয়েছেন লক্ষীনাথ তামুলি। তিনি এব্যাপারে মন্ত্রী বিধায়ক ও এমপিদেরো বয়কট করার দাবি জানিয়েছেন। পাঁচ ঘণ্টা ধরে চলা ওই সভায় একাংশের বক্তারা আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও ২০২১ সালে আসাম বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে ছুঁড়ে ফেললে তবেই নাগরিকত্ব সংশোধনী বিল রোধ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন। তাঁদের মতে বিজেপির হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে না নিলে ওই বিল রোধ করা সম্ভব হবে না।
বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোঁহাই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ওপরে জোর দিয়েছেন। বিভিন্ন রাজ্যের এমপিদের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ওই বিলের বিরোধিতা করার আহ্বান জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
আসামে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ আইনে পরিণত হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ও পার্সি যারা এদেশে আশ্রয় নিয়েছেন তারা নাগরিকত্বের সুবিধা পাবেন। সূত্র : পার্স টুডে।
#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ