Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় উচ্চমান সহকারী নিহত

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারি মনিরুজ্জামান (৪২) নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
গত রোববার দুপুরের দিকে তিনি বিয়ানীবাজারের জিরো পয়েন্ট থেকে সিএনজি যোগে জকিগঞ্জ আসার পথে পীরনগর পাঁচপীরের মাজার এলাকায় এসে তাকে বহনকারী সিএনজি গাড়ীটি একটি ট্রাক্টরের সাথে ধাক্কা দিলে দূর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন মনিরুজ্জামানসহ অন্য দুই যাত্রী। আহতদেরকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে হাসপাতালে প্রেরণ করে। মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি ক্লিনিক থেকে সোমবার ভোরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানেই তার মৃত্যু ঘটে। এদিকে, জকিগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারি মনিরুজ্জামানের অকাল মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিলেট ৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরমেয়র হাজী খলিল উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ