বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে বিচারিক ক্ষমতা দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপ ফলপ্রসূ করতে হবে। এজন্য উভয়কেই ছাড় দেয়ার মানসিকতা রাখতে হবে। নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এজন্য তফসিলের আগেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে কখনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, এটা একজন পাগলও বুঝে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি মেনে নিয়ে দেশকে অনিশ্চিত অবস্থা থেকে রক্ষা করুন। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। গতকাল বিকেলে ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে ফলপট্টি সড়কে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মহানগর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।