Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে

-মাওলানা ইমতিয়াজ আলম

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সংলাপ ফলপ্রসূ না হলে রাজনৈতিক সঙ্কট আরো বাড়বে। সীমাহীন দুর্নীতি, প্রকল্প ডাকাতি, ব্যাংক লুট, মুদ্রাপাচার প্রত্যাখান করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। ইসলাম প্রতিষ্ঠা না হলে মানুষের মৌলিক আধিকার ফিরে আসবে না। তিনি বলেন, রাজনীতি এখন কালো টাকার মালিক ও সন্ত্রাসী দ্বারা নিয়ন্ত্রিত। পেশীশক্তিমুক্ত নির্বাচন দেশবাসীর প্রত্যাশা। গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ঢাকা-৮ এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কুমিল্লা-৩ এর প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, আলহাজ্ব আব্দুল ওয়াহ্হাব খান, মাওলানা নুরনবী, মাওলানা আবু ইউসুফ প্রমুখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ