Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিক নিহত

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সীতাকুন্ডে শিপব্রেকিং ইয়ার্ডে প্লেট চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। রোববার গভীর রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত শ্রমিক মো. বিপ্লব (২৫) কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা মো. জালাল আহমেদের পুত্র। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে বলে থানা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় উপজেলার শীতলপুর এলাকার সাগর উপকূলে অবস্থিত গোল্ডেন আয়রন ওয়ার্কস নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে অন্য দিনের মত কাটারম্যান মো. বিপ্লব কাজ করছিলেন। এ সময় অসতর্কতাবশত একটি লোহার প্লেট তার ওপর চাপা পড়লে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সন্ধ্যার পর আশংকাজনক অবস্থায় শ্রমিক বিপ্লবকে হাসপাতালে ভর্তি করানো হলে রাত ৩ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সীতাকুন্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, শিপইয়ার্ডে প্লেট চাপা পড়ে শ্রমিকটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে নিহত হন। নিহত শ্রমিকের লাশ পোষ্টমর্টেমশেষে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ