Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিনবিরোধী বিক্ষোভ ইরানে

এ যাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সোমবার থেকে ইরানের বিরুদ্ধে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। এ নিয়ে ইরানজুড়ে চলছে মার্কিনবিরোধী লাগাতার বিক্ষোভ। তেহরানে মার্কিন দূতাবাস ঘেরাও করেও বিক্ষোভ করেছেন ইরানি জনগণ। তিন বছর আগে সম্পাদিত ছয় জাতির চুক্তিকে ভঙ্গ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে আসছিল বেশ কিছু দিন ধরেই। পুনরায় বহাল করা এ নিষেধাজ্ঞায় সাত শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, নৌযান, উড়োজাহাজ ছাড়াও থাকছে বৃহৎ ব্যাঙ্ক, জাহাজ ও তেল রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হতে যাচ্ছে ইরানের ওপর আরোপ করা ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’। অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে আকাশে সামরিক মহড়ার আয়োজন করছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের এসব নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন নয়। উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া এ ছয় বিশ্বশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তির সুবাদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। স্বাক্ষরিত ওই জেসিপিও এ চুক্তিতে তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার শর্তে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি ছিল, যা এবার ভঙ্গ করছে ট্রাম্প প্রশাসন। ইরানের পারমাণবিক উচ্চাভিলাষের লাগাম টেনে ধরার জন্য ২০১৫ সালে করা এক চুক্তি থেকে মে মাসে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। এরপর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করছে ওয়াশিংটন। ওয়াশিংটন জানিয়েছে, তারা তেহরানের ‘ক্ষতিকর’ তৎপরতাগুলো বন্ধ করতে চায়; এসবের মধ্যে সাইবার হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও মিলিশিয়াদের সমর্থন দেওয়ার মতো বিভিন্ন বিষয় আছে বলে জানিয়েছে। রোববার ফক্স নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, “ইরানি জনগণকে আমরা সমর্থন করছি এটি নিশ্চিত করতে যত্নের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা। ইসলামিক রিপাবলিক অব ইরানের ক্ষতিকর আচরণের পরিবর্তন নিশ্চিত করতেই আমাদের তৎপরতা পরিচালিত হচ্ছে।” “এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। প্রেসিডেন্টের পক্ষ থেকে এটিই আমরা অর্জন করব,” বলেছেন তিনি। রয়টার্স, বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ