Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-বাংলাদেশ অকৃত্রিম বন্ধ সাতক্ষীরায় হর্ষবর্ধন শ্রিংলা

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। সৌহার্দপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক অটুট থাকবে। গতকাল সাতক্ষীরার শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের ঐতিহ্যবাহী যশোরেশ^রী মন্দির ও দেবহাটার প্রণবমঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা মন্দির সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, ভারতীয় হাইকমিশনের সেক্রেটারি রাজেশ ইউক, শিশির কোটারি ও নবনীতা চক্রবর্তী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ