Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপে দাবি আদায় হবে না

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সংলাপে দাবি আদায় হবে না। আর দাবি আদায়ে রাজপথে নামার বিকল্প নেই, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা। গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। সাদা দলের এ অবস্থান ধর্মঘট সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।
অবস্থান কর্মসূচি থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের জন্য’ সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। সাদা দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান বলেন, ‘এদেশে দুর্যোগ বার বার এসেছে। দেশের মানুষ বীরত্বের সঙ্গে তা মোকাবেলা করেছে। লিখে রাখুন বর্তমান স্বৈরাচারী সরকারেরও পতন হবে। একজন খালেদা জিয়া কিছুই নয়, কিন্তু এ মানুষটির ওপর নির্ভর করছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব।’
সরকারের উদ্দেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নেন। প্রহসন বাদ দিয়ে সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নিন।’
কর্মসূচিতে অধ্যাপক মামুন আহমেদ বলেন,‘জেলের মধ্যে খালেদা জিয়াকে নির্যাতন-নিপীড়নের কারণে তার জীবন ও রাজনীতি এখন শঙ্কার মুখে। আমরা মনে করি খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।’
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খান, ছিদ্দিকুর রহমান খান, মোজাদ্দেদ আলফেসানী, হাসানুজ্জামান, আবুল কালাম সরকার, আব্দুর রশীদ, মাহ্ফুজুল হক, মো. ইউসুফ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংলাপ

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ