Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের গর্বের রণতরী হচ্ছে বিলাসবহুল হোটেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৮:৪০ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ৫ নভেম্বর, ২০১৮

ভারতীয় নৌবাহিনীর দীর্ঘদিনের গর্ব আইএনএস বিরাটকে সাজানো হবে বিলাসবহুল হোটেল, মিউজিয়ম, হেলিপ্যাড দিয়ে। মুম্বাইতে আরব সাগরের তীরে স্থায়ীভাবে অবস্থান করবে এটি। ৬০ বছরের পুরনো এই রণতরীকে ৮৫২ কোটি টাকা দিয়ে সাজানোর এই প্রকল্পটি নিয়েছে মহারাষ্ট্র সরকার। পিপিপি মডেলে টাকা তোলা হবে বলে জানিয়েছে তারা।
৬০ বছর আগে প্রথম যাত্রা শুরু করে আইএনএস বিরাট। ১৯৫৯ সালে ইংল্যান্ডের নৌবাহিনীতে এইচ এম এস হার্মেস নামে যোগ দিয়েছিল এই রণতরী। ১৯৮৪ সালেই ব্রিটিশ নৌবাহিনী থেকে বাতিল হয় এই যুদ্ধজাহাজ। বিক্রি করে দেওয়া হয় ভারতকে। ১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস বিরাট নামে যোগ দেয় এই রণতরী।
১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপের দখল নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ বাধে আর্জেন্টিনার। দক্ষিণ অতলান্তিক মহাসাগরে টানা দশ সপ্তাহ যুদ্ধের পর শেষ পর্যন্ত ব্রিটিশ সেনার কাছে আত্মসমর্পণ করে আর্জেন্টিনার সেনাবাহিনী। সেই যুদ্ধে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিল এই যুদ্ধজাহাজই। রাশিয়া থেকে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য যোগ দেওয়ার আগে পর্যন্ত আইএনএস বিরাটই ছিল ভারতীয় নৌবাহিনীর সব থেকে গর্বের যুদ্ধজাহাজ। টানা ৩০ বছর ভারতীয় নৌবাহিনীর সঙ্গে থাকার পর শেষ পর্যন্ত ২০১৭ সালে অবসর নেয় আইএনএস বিরাট।
বাতিল যুদ্ধজাহাজটিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস, থিম পার্ক বিলাসবহুল হোটেল, ক্যাফেটেরিয়া, হেলিপ্যাড, মিউজিয়ম, গ্যালারি তৈরির পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার। করা যাবে স্কুবা ডাইভিং। টাকা তোলা হবে সরকারি- বেসরকারি যৌথ উদ্যোগে।
বাতিল যুদ্ধজাহাজকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার ঘটনা ভারতে এই প্রথম। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত মাত্র সাতটি ক্ষেত্রে এই ধরনের রূপান্তর করা সম্ভব হয়েছে। তাই আপাতত আরও বেশ কিছু দিন বেঁচে থাকছে পৃথিবীর সব থেকে প্রাচীন যুদ্ধজাহাজ। সূত্র: ইকোনোমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ